তুমি কৌমুদী স্বাগতমকারী সন্ধ্যাবেলা
আমার জীবন তরী,এ মনের বীচিমালা
তোমার উড়ন্ত কেশের প্রান্ত
আমার চোখ ঠোঁট কে করছে ক্লান্ত ।
তুমি মঙ্গলময় নির্মল দুলালী,তুমি দামিনী
বর্ণনাহীন রঙিন গোলাপ,তুমি কামিনী,
নক্ষত্র হয়ে আসিয়া বাড়িয়াছ বাহার
এ উরশে বিঁধে রাখিয়াছি চিহ্ন তোমার।
তুমি সবুজ করিতে এমন,বৃষ্টিলা-
অংশুমালীর ছটায় জীবন প্রান্তর,স্বনিলা।
তুমি অন্ধকার ঘুচিয়ে উদিত সুধাংশু
তোমার প্রভা ছাড়া মনের কৌমুদী নিরংশু।