নিষ্করুন ক্ষৌনীতে
অনঘ নিভৃতবাস
তোমার নিখাদ মধুমেয় পীযুষ
স্নেহাদ্র পরশের স্বাদ।
পদে পদে স্বস্তি সান্ত্বনা
প্রশান্তির অমিয় বার্তা
এতো পথ ছিলে সাথে
থাকবেও বাকি আছে আর যা।
মমতার অনাহারে শুস্ক বালুচর
অশ্রু বৃষ্টির জলে ধুয়ে যায়
কোনে কোনে নীরবতা
খুঁজি সুখ বসে আঙিনায়।
হৃদয়ের তন্ত্রী ছিঁড়ে
তোমার গন্তব্যে গমন
প্লাবিত বুক বানভাসি চোখে
করে স্মৃতি আহরণ।