বন্ধ আঁখি তে আসিয়াছে স্বপ্ন
শীতল স্পর্শে বদন উন্মাদ,
ঠুলি খুলতেই দেখিতেছি শুন্যতা
স্তব্ধ তার ইঙ্গিত,আমি নাকি বরবাদ!
ফুটন্ত রক্ত বাড়িয়াছে বেগ,
একটি নির্মল ক্লেশ----
মুহুর্মুহুঃ ভাঙ্গিতেছ সান্ত্বনার পাহাড়;
হৃদ-চাতাল স্বনিয়াছে বেশ।
চূর্ণ বিচূর্ণ সংলাপ
নড়বড়ে আজ আত্ম-গরিমা,
অগ্নিসম তপ্ত বালু --
জেনেও হাঁটছি খামোকা!
কেলেঙ্কার কুৎসিত কালো দাগ
প্রাণে জড়িয়েছে বিস্বাদ,
নাহি পিছু টান,আকাঙ্ক্ষা বিলীন
শূন্যতা, অগভীর শূন্যতা জীবন-প্রাসাদ।।