হৃদয় খুঁড়ে রোপিত পুষ্পাঙ্কুর
প্রস্ফুটিত রক্তিম সুভাষ কথায় কথায়,
ছায়ার বদলে পেলাম শুকনো পাতায় ধ্বনিত বজ্রপাত
আত্ম দ্বন্দ্বে ভেঙে নেমে আসে মেঘমালা চোখের পাতায়।
যে মাটিতে বসতি গড়ে করলে উর্বর
তার বুকে নোনতা জলের উচ্ছ্বাস,
তোমার তো অজানা থাকার নয়!
হতে পারি অনৈতিক তবু এটাই বিশ্বাস।
জানি একদিন শুকবে মাটি
গ্রীষ্মের করাল গ্রাস,
বেঁচে থাকবেই হৃদয় জুড়ে
পরে থাকবে শুকনো ফুলের লাশ !!