অন্ধকারের প্রাচীরে ঘেরা আমার বসতি
সময় অসমান, আহত প্রাণ হোঁচট খায়
জমজমাট আলোর নেইকো প্রবেশ পথ
নিকোটিন পোড়া গন্ধের গাঢ়তায়।
প্রিয়তমার ডাক শুনে আপ্লুত মুখ,
ফোনের আলো জ্বলে নিভে জায়
আবার জ্বলে,পাইনি জেনে সুখ।
অভিনয়ী কেঁদেও হাসে..
আমার কাঁদলে জ্বলে বুক!
বৃষ্টিতে ভেজা সবুজ মন,
কানে আঙ্গুল চেপে এড়িয়ে যায়
বর্ষার শব্দ দূষণ!!