একটা ছবি দিও...
অভ্যন্তরের ইচ্ছেদের মৃত্যু যন্ত্রনায় যে কান্নারা..
তাঁদের আত্মহত্যা করতে সুবিধা হবে__
রক্ত জবা বেনারসিতে মোড়া; তোমার চোখে_
তোমার সিদ্ধান্তে অঙ্কিত,স্বপ্ন সুখী জীবনের ছাপ
দেখে...

একবার অট্টহাসি হেস...
পরচর্চায় কোনঠাসা জীবন কে হারিয়ে দিয়ে
কোমল দুপায়ে দলে যাওয়ার
জয়-এ...

একফোঁটা অশ্রু আমার নামে ঝরিও...
আকাঙ্খার পবনে আন্দোলিত
বেলুনের মতো দুলতে থাকা
আমার মনের প্রাপ্তি
পূর্ণতা পাবে...

গ্রহণে যোগ্যহীন বলেই দিতে!
বদনাম রচনার ভার না নিয়ে,
স্বপ্নের দাবদাহে বিলুপ্তির হাতছানি
মেনে নিতে পারতাম বেশ   !!!!!