খোঁজে,খুব করে খোঁজে আজও
নেত্রমণি নয়, অন্ত দূত খোঁজে
কখনও খুঁজে পাই ঘুম ভাঙ্গা সকালের রেলিং-এ
কখনওবা মায়াবী বিকেলের ছোঁয়ায়,
বিশ্লেষক রাত নির্মমতায় বিচার করে !
অনুসূচনার জিভ মুছে দেয়_
পুরনো নথিতে জমে থাকা ধুলোর প্রলেপ,
হয় নয়ন জোড়ায় স্নানের উৎসব!
ভাঙা স্বপ্নের অনাবৃত টুকরো গুলো
এখনও তাজা রক্তমাখা !
নির্লজ্জ আর করুণা পিপাসু
পীড়িত হতে খুঁজে ফেরে প্রতারণার পাবক!