বাস্তবতার প্রখর তাপে
পিপাসির আশ্রয় আগামী স্বপ্ন-ছায়ায়,
ভাঙা গোড়া চাহি দার অট্টহাসি
বিষন্নতার বীজ বনে..
তন্দ্রাহীন নয়ন গভীর আঁধারে ডুব দেয়,
চিন্তার শীতল আঙুল অদ্ভুতভাবে মাথা খোঁড়ে,
আনন্দ হীন জয়,আর পরাজয়ে হাসে।
জীবন জ্যামিতির সহজ অঙ্কন সম
পথ,পরিমিতি-প্রমান তুল্য,
ভালো থাকার যোগ বিয়োগ
মন্তব্যের লাল চোখ এড়িয়ে
দুশ্চিন্তার সমুদ্রে সাঁতার শেখা,
নতুন সূর্য কিরণ ছড়ায়
সবুজ ঘাসের শিশিরের অহংকার মুছে।।