মহীয়সী,হয়তো বা একদিন
অন্য কোনো একদিন,
তুচ্ছতায় ভোরে যাবো আমি,
তোমার মৃদু কেশ কম্পনে
জেগে উঠবে তন্দ্রাচ্ছন্ন অম্বর,
তোমার কিঞ্চিৎ অবস্থিতিতে কান্নার রোল
ধেয়ে চলবে অশ্রু ধারায়,
হয়তো আজকের হাসিতে
খুঁজে পাব অট্টহাসির কাণ্ডারি।
ভাঙা স্বপ্ন শুকনো নেত্রে
হইতোবা রয়ে যাব চিরকাল মহীয়ান,
বিকল্প রথে তুমি..
লাঞ্ছনায় ঢেকে যাবে বঞ্চিত বিবর্ণ মুখ,
হয়তো বা একদিন
অন্য কোনো একদিন।