গাঢ় কাপড়ে ঢাকা তার বদন-খানি,
অগণিত মেঘেদের গর্জন অম্বরে।
কখনো যদি হয় অবরণ-হীন,
জ্ঞান হয় ম্লান,বেদনায় প্রাণ ভরে।
দলিত স্বপ্ন আমার ভেঙে চুরমার,
দৃষ্টি হয়ে ওঠে ক্ষীণ,নেত্রে জল ঝরে,
অসংখ্য জনতার ভিড়ে নির্জনতা,
স্তম্ভিত হয়ে মন বিষাদ-শৈল গড়ে।
এ মোর দৃঢ় বিশ্বাস,প্রার্থনাও যেন,
সুখে থাক চিরকাল স্বপ্ন তার হেন।
ক্লেশের রাত্রি যাপন ছুঁতে নাহি পারে,
সৎ ও স্বচ্ছতা ভরুক অহংকারে।
দূর থেকেও নিকটে,রহিব নিঃশ্বাসে ,
জন্মাব আবার,ফিরে পাব এ বিশ্বাসে।