সুধা ঢালা নিবিড় বিকেল
একাকীত্বের জাগরণে,
স্বপ্নের ত্বক ঝলসায়
লাঞ্ছনার সমীরণে!

ঝাঁপসা চোখের পাতায়
দীর্ঘশ্বাসের কলরব
মুঠো ভরা স্মৃতির আকুতি
পুরে ছায় হল সব।

শব্দহীন মনের ভাঙন
তোলপাড় করে দেয় যাতনা
পথ খুঁজে যায়
পথের সীমানা।

মমতার গুড় তর্জমা জমে পাথর
পেরিয়ে বিদায়ের শোক,
এখন আফসোস কিংবা সাধুবাদ;
পারেনা ভেজাতে এ দু চোখ।।