যন্ত্রণার কাঁটাতারে ঘেরা
এ প্লাবন রুখিবার নয়।
অস্তিত্ব-দ্বারে ছিদ্র
ভালোবাসার অধীনে হৃদয়।
আমি নিশ্চুপ চোখ না মেলা অভিমান,
মৃদু হেসে ঘরে ফেরা প্রত্যাখ্যান,
অনিচ্ছার নির্বাসন বুকে আবছা কুয়াশা
হোঁচট খেয়ে উঠে পিছন ফেরা দুরাশা।
কালো পাহাড়ের মতো পুড়ে হয়েছে অটল
কঠিন হয়েছি,হয়েছি অতরল,
পাথর তবু,অন্তর থেকে তার
প্রকাশ পায় একরাশ করুন বেদনার।
জীর্ণ জীবনে পায় নিষিদ্ধ আঁধার
ইচ্ছে দের মৃত্যু-নৃত্য দেখি বারবার,
সুদূরের এক মুখ জ্বলে থাকে চেতনায় মহীয়ান
কষ্ট আর স্বপ্ন দিয়ে সে আমার নিভৃত নির্মাণ।
পৃথিবী যেন কারাগার,সন্ধ্যা তারার রাশ
নিদ্রাহীন নিশি-যাপন,আর অন্ধকারেই বাস।