এক তরফা প্রাণাধিক চাওয়া
অতি স্বচ্ছ আর পবিত্র।
তাঁর যন্ত্রনাটাও ততটা,যতটা পেলে
বারবার বেঁচে ফেরাটাও ভাগ্যের;
রোজ নিজেকে পুড়িয়ে
দগ্ধ ডানায় ঝাপটা দিয়ে,ফিরতে হয় বাস্তবে!
পূর্ণ পুষ্পের তরে
আমি সদ্য প্রকাশিত কুসুম কলি,
পিছলে যাওয়ার ভয়ে পা টিপে হাঁটি
সে চোখের গভীরতা যে সীমাহীন_
তাই সুদূর আকাশ না ছোঁয়ায় থাক
এটা ভেবেই খুশি যে আকাশ আমায় চেনে।