আমি চলে যাব বলে,
বসন্ত আর আসবে না
কখনো তোর দুয়ার-এ।।
আমি চলে যাব বলেই,
এলোমেলো পথ বেয়ে, আমাদের
উঠা হবে না আর পাহাড়ে।
আমি ফিরবো না বলে,
তোর চোখের জমে থাকা
অশ্রু ও যাবে শুকিয়ে।
আমি ফিরবো না বলেই,
হয়তো আর কোনদিনও
হবে না, পড়া বেরিয়ে।
আমি আর আসবো না বলে,
তোর হাতে থাকা লাইটারেও
পড়ে যাবে মরীচা।
আমি আর আসবো না বলেই,
কেউই ধরবে না তোর
বাঁধা নৌকার বৈঠা।
আমি না ফিরলেও
কাল পৃথিবীতে সূর্য
ঠিকই উঠবে।
আমি না ফিরলেও কি ?
একদিন না একদিন তোর কপালে
অন্য কেউ জুটবে।