আমরা আর থাকব না চুপ,
আর নয়, আর সহ্য নয়!
শব্দ গিলিয়ে, শ্বাস দমিয়ে,
ভয় দেখানোর দিন আর নয়!

না মানে না।—বোঝবে এবার,
ইচ্ছে ছাড়া স্পর্শ নয়!
আমাদের শরীর, আমাদের অলংকার,
তোমার পশুত্বের জায়গা নয়!

অন্ধকার গলি, বদ্ধ ঘর,
সব জায়গা হবে ছাড়কার
নারী যে দয়া চায় না শুধু,
নিতেও জানে নিজ অধিকার।

নীতি বদলিয়ে, ভাঙবে শাসন,
আদালত নয়, এবার রাস্তায় বিচার!
তোর হাত যদি একবার ওঠে,
সেই হাতেই আগুন জ্বলবে এবার!

এই লড়াইয়ের সূচনা মাত্র,
থামার যে জাতি নই আমরা
সম্মতি ছাড়া হবে না কিছু ,
নয়তো অগ্নে পুড়বে চামড়া।