বসন্ত এলেই তোমার চুলে, নিবিড়ভাবে শ্বাস নেবো,
তোমার ঠোঁটে জ্বালাবো আগুন, নিকোটিনেও তৃপ্তি পাবো।
বেহিসেবি বাজারে আমি, কিনবো প্রেমের যত পণ,
বসন্ত এলেই বদলে যাবো, হবো প্রেমেরই বিষণ।
বসন্ত এলেই চাইবো আমি, ফুলের মালা তোমার গায়ে,
রক্তিম রাগে ভরবে মন, শরীরে ঝড় তোলার দায়ে।
ফাগুনের সেই বাতাসে, ছড়িয়ে দেবো কামনার সুর,
বসন্ত এলেই বাঁধবে মন, তোমার রূপের মাঝেই ঘুর।
বসন্ত এলেই তোমার বুকে, দেবো হিল্লোলের চুম্বন,
ফাগুনের হাওয়ায় ভেসে বেড়াবে, প্রেমের রণক্ষেত্রের ধ্বংসন।
হলুদ শাড়ীটার ভাঁজে তুমি, যেন কাশের ঢেউ,
বসন্ত এলেই আমি হবো, কামনার খেয়াল, এক অচিন পাখির মেয়ে।
বসন্ত এলেই জ্বলে ওঠে, শাখায় শাখায় প্রেমের রঙ,
নতুন পাতার সুরে সুরে, বাজবে রাগের মন্ত্রমুগ্ধ ঢঙ।
লুকানো ইচ্ছে, অশ্রুর মতো ঝরবে প্রেমের গান,
বসন্ত এলেই তুমি হবে, আমার সবকিছু, আর কি চাই প্রাণ!
বসন্ত এলেই তোমার চুলে, নিবিড়ভাবে শ্বাস নেবো,
তোমার ঠোঁটে জ্বালাবো আগুন, নিকোটিনেও তৃপ্তি পাবো।
বেহিসেবি বাজারে আমি, কিনবো প্রেমের যত পণ,
বসন্ত এলেই বদলে যাবো, এবার হবো তোমার ধ্যান।