"তুমি না কি?" মধুর শব্দ ছাপে
ভার হয়না আমার কর্নদ্বয়।
বাচলামোটা হয় না আর,
করছি ভূলে থাকার অভিনয়।
থেকেও না থাকার মাঝে ভীষন ফের?
ভাল আছিস তুই তরি মত করে এই ঢের!!!
একটা সময় শিখেই যাব তর মত করে ভাবতে।
থাকতেই পারি অগোছালো আমি, একাকি ও চলতে।
অতঃপর -
যখন বুঝতে শিখলাম,
আমি তর ভাল না থাকার কারন।।
তখন বড্ড দেরি হয়ে গেছে,
তবুও আছিস ভাল এতটুকুই আমার আহরন।।
১০০তম কবিতা আমার তবে যাকে ঘিরে এত আয়োজন,
তার ফুরিয়ে গেছে আমার প্রয়োজন......।।