আমাকে ভালোবাসতে এসো না মেয়ে ,
ভালোবেসে শুধু অগোচরে অহর্নিশ কষ্ট পাবে ।
যে কষ্টের নির্বেদে ডুবেছে বহু রমণী ,
আজো সর্বাশীর মতো ডুবে আছে অনেকেই ।
আমাকে সর্বশ বিলীন করে ভালোবাসতে হবে না ,
পৃথিবীর সব কিছু ভালোবাসার জন্য নয়
আর মরমিয়া এই আমি ভালোবাসায় চির অবিশ্বাসী ।
আমি যেন এক কন্টকী ক্যাকটাস ,
যাকে ভালোবেসে নিজ বারান্দাতেও
স্বযত্নে জায়গা দেওয়া যায়
তবে,ভালোবেসে চুমু খাওয়া যায় না ।
তোমার রূপের দুর্বার মোহতে ,
আমাকে ভুলাতে হবে না ।
তোমার আগে তাতে অনেকেই ব্যর্থ হয়েছে
গঙ্গা নদীর মতো ক্ষয়ে ঊষর,
কেউবা অকালেই হারিয়েছে যৌবন
কিংবা কেউ কেউ ভালোবাসাকে
ঘৃণা করে ঘর বেঁধেছে হয়ে দেশান্তর ।
আমাকে খুব আপন ভেবে
কাছে টানতে যেয়ো না মেয়ে ।
বাউন্ডুলে এই আমি কারো আপন হওয়ার
যোগ্যতা রাখি নি কখনোই ।
বৃথাই কিছু প্রেমিকারা আমাকে ভালোবেসে
নিশীথিনী হয়ে গান গেয়েছে,
কেউবা সারারাত ধরে ফোন করেছে ,
কেউ সংশয়ে অনুচর পাঠিয়েছে জানতে
আমি সত্যিই বেঁচে আছি কিনা ।
আমার সাথে অভিমান করে
তোমার বাগানের নিষ্পাপ ফুলগুলোকে
কুটিকুটি করে আর লাভ নেই ।
ফুলেরাও বুঝে গেছে অগত্যা ,
সব মৌ শুধু মধুর জন্যই আসে না ,
কিছু মৌ আসে অহংকারী ফুলকে ,
মধু পান না করার কষ্টে ডুবাতে ।
ফেরার সময় পথ রুখে দিতে পারো ,
তোমার যা কিছু অভিলাষ তাই করতে পারো ,
কিন্তু আমার উদাসী মনকে তোমার
ক্ষীয়মাণ ভালোবাসার বাঁধনে বাঁধতে পার না ।
তাই আমার জন্য অপেক্ষার প্রহর গুনে
তোমাকে আর পথে দাঁড়াতে হবে না ।
এমন কিছু থাকে যা অবিক্রেয়
তা তুমি ভালোই জানো বোধহয় ।
আমাকে আর ভালোবাসতে এসো না
আমি ভালোবাসার জন্য নয় ।