যখন মৃদু স্বরে বল আমায় 'ভালবাস’
আমার হাসি পায় অজানা ওপেক্ষায়
আজ আর কিছু ভালো লাগছে না...
না হাসি, না কান্না তোমার !
যখন ক্রন্দন স্বরে বল আমায় 'ভালবাস’
তোমার প্রতি আমার ঘৃনা জন্মায়
আজ সত্যি কিচ্ছুই ভালো লাগছে না...
না তোমাকে, না তোমার স্পর্শ !!
যখন কাপা গলায় বল আমায় 'ভালবাস’
তোমার তোমাকে ভীষণ মায়া হয়
আজ সত্যি তোমাকে ভালো লাগছে না...
না নেকামি, না মিছে পাগলামি !!!
যখন রাগত স্বরে বল আমায় 'ভালবাস’
আমার আমাকে কষতে ইচ্ছে হয়
এই আমিই কি তোমার প্রেমে ...
থাক বাদ দাও কি হয় কেউ ভাল না বাসলে !!!
তবু ও মাঝে মাঝে আমার ও বলতে ইচ্ছে হয়
সকল রূপের ভীড়েই তোমার তোমাকে "ভালবাসি"
আজ বড় ক্লান্ত আমি, তোমার কেন এত রূপ ??
রমনী, ছলনাময়ী, কখনো হিংস্রতায় ও তুমি প্রেয়সী।
।