আজ সুখের তীব্রতাটা সত্যি খুব বেশি
শেষ বিকেলের আবছা লালিমা বেয়ে নেমে এসেছে সুখ
সুখটাকে আজ ছুঁয়ে দেখেছি, বুকে জড়িয়েছি
আরও কতো কি !
একা একা কি আর সুখ ভোগ করা যায় বলো
আজ আমার সুখের ভাগিদার হবে
ওই সস্তা কাগজে মোড়ানো নিকোটিন
ও আমার পাশে বসে সুখ গুলোকে অবাক চোখে
চেয়ে চেয়ে দেখবে
ঠিক আমারই মতো করে,
তারপর আমার মতো করে ওই নিকোটিনও
যখন সুখটুকুকে ভোগ করে নেবে
তখন আমি ওকে শুষে নেব আমার ভেতর
আজন্ম তৃষ্ণা মিটবে এই ফুসফুসের
সময়ের কাছে,পৃথিবীর কাছে,প্রকিতির কাছে
যে দীর্ঘশ্বাসটুকু এতদিন চেয়েছিলাম
সেটাই বুক ভরে টেনে নিব নিকোটিনে তুলে।
আজ পোড়া মানুষের সম্মিলিত চিৎকার শুনব মহাশ্মশানে দাড়িয়ে
ওদের যে স্বপ্ন চাই।
স্বপ্ন চাই, স্বপ্ন চাই, করে ওদের সেই বীভৎস আর্তনাদে
সারা দেব আমি
আমার সুখগুলো ঘেঁটে ওখান থেকে কিছুটা স্বপ্ন দিয়ে আসব ওদের
তারপর আরেকটিবার বেঁচে থাকার একান্ত আয়োজন করব
ওদের নিয়ে
ধ্রুব সত্যের আড়ালে লুকবো নিজের প্রতিচ্ছবি,
আনন্দের সাথে আলিঙ্গন শেষে যখন
খটখটে সময়ের কাঠ গায়ের ওপর রেখে আবার পুড়ে যাব
তখন নিচে পরে থাকা কালো ছাইটুকু
আবার সাক্ষী হবে পৃথিবীর কাছে, আমার ওই সুখের সময়ে
অ্যাস ট্রেতে পরে থাকা নিকোটিনের ছাইয়ের পক্ষে......।
__মৃত্তিকা