আজ আরেকটি বার ঝরে পর তুমি আমার বুকে
তুমি তোমার সবটুকু নিয়ে ঝরে পর
আমার সব রুক্ষতাতে প্রান ফেরাতে বলছিনা
বলছিনা তোমায় শুষে নিয়ে তৃষ্ণা মেটাবো আমার
কিন্তু করুণ আকুতি তোমার কাছে
তুমি আরেকটি বার ঝরে পর আমার বুকে ।
বৃষ্টি, তুমি তো জানো আমায়,
চেন আমায় আমার থেকেও বেশি
একদিন এই পৃথিবীই নিষ্ঠুর বাস্তবতার আবর্জনা
ঢেলে দিয়েছিলো আমার গায়ে
আমি তো সেদিনও কিছু বলিনি পৃথিবীকে
সর্বসংহা বলেই হয়তো নির্বাক হয়ে
লালন করেছি ওই আবর্জনা নিজের মাঝে
সে কি আমার অপরাধ ছিল ?
যখন ওই আবর্জনাটুকু মিশে গেছিল আমার সাথে
সেদিন সেখানে ভালোবাসার অঙ্কুর জন্মেছিল
তাতে মুখ তুলেছিলো স্বপ্নের এক নতুন বৃক্ষ
আমিও যে প্রাপ্তির আনন্দে তার শেকড়
গেথে নিয়েছিলাম আমার গায়ের রন্ধ্রে রন্ধ্রে
আজ যখন পৃথিবী ওই পুরনো আবর্জনা ঘেঁটে বের করল
তখন কেন বৃক্ষ তার মুখ ফিরিয়ে নিল ?
কেন উপড়ে তুলে নিল তার শেকড় আমার বুক থেকে?
আমি যে বৃক্ষকে আমার দেহ চিপরে প্রান দিতে চেয়েছিলাম
আমার প্রতিটি অনু থেকে ছোট ছোট আশা
তবুও দেখ বৃক্ষ মুখ ফিরিয়ে নিল
পৃথিবীর মতই কৃত্তিম চোখে দেখল আমায়।
তাই বলছি, বৃষ্টি তুমি ঝরে পর
আমি যে চাইনা পৃথিবী আমায় দেখে উপহাস করুক
আমি চাই তুমি আমায় ভিজিয়ে দাও তোমার সবটুকু জলে
যাতে করে আমি আমার বুকের সুখটুকু লুকোতে পারি
ঝরে পর তুমি বৃষ্টি
আরেকটি বার ঝরে পর আমায় বুকে
আমায় বাঁচাতে নয়,আমার তৃষ্ণা মেটাতে নয়
নয় আমার সব পঙ্কিলতা ধুয়ে দিতে
ঝরে পর আমার অশ্রু লুকোবে বলে.........।।
__মৃত্তিকা