প্রতিদিনের এই ব্যস্ত রাজপথে নখ উল্টানো ব্যাধি
রক্তাক্ত পা সিঁড়ি ভিজিয়ে এসে দরজার
কাছে আকুতি করে
বাজারের অস্পষ্ট কোলাহলে সময়
মালা গাঁথে আত্মহননের
রাজনীতির দুর্নীতি জরাব্যাধিতে আক্রান্ত হয়ে
ডিগবাজি খায় সিটি কর্পোরেশনের ড্রেনে
ঘোলাটে আর দুরারোগ্য চোখ শুধু চেয়ে দেখে-
পথের গভীরে হারানো পথশিশুটির অব্যক্ত যন্ত্রণা
জনসমুদ্রে ক্রমশ আছড়ে পরা বড় বড়
ঢেউয়ের একঘেয়ে বৈরিতা
জনপদের বিস্তৃত ভূমিতে
ঘনায়মান কালো রাত্রির অপেক্ষা করে
ওদিকে গণতন্ত্রের শেয়ার বাজারে দিনমজুর,কুলি,
চামার,মুচি আর নিচুশ্রেণীর মানুষগুলোর
দরদামের নিয়মিত ওঠানামা
আর এই নষ্ট বাণিজ্যের একচ্ছত্র আধিপত্য।
__মৃত্তিকা