খুব সুক্ষ বুনন ছিল মিথ্যের, তোমার ভালোবাসায়
প্রতিটি সুতো,ভাষা,আর স্বপ্নের অপূর্ব বিন্যাস।
হৃদয়ের তীরে যে নাওটি ভিড়িয়েছিলে
সেও ছিল রঙিন মোড়কে জড়ানো ধুলিধূসর নাও
আরামসিক্ত প্রতিটি ঘুমে মুগ্ধ হয়ে দেখেছি
তোমার প্রেমময় উজ্জ্বল আঁখি
তোমার ওই দুটো কথার আকুলতা,উন্মাদনা
চূর্ণ-বিচূর্ণ করেছিল আমার সকল বোধকে
সবই চমৎকার ছিল সত্যের মত।
পল্লবঘন অরন্যে পাগলপ্রায় এ মন
মিলেমিশে একাকার হয়েছিল
অজানার কালো গহ্বর চিরে নির্মল প্রশান্তিতে
দাঁড়িয়েছিলাম বিশ্বাসের দীরঘ চুড়ায়
বিনিময়ে এই দিলে তুমি ?
যখন চাঁদের মুক্ত বাতায়নে উন্মুক্ত হয়ে
পড়েছিলাম প্রেম, শুদ্ধচিত্তে
কিন্তু এ- সত্য ছিল।
কত সহস্রবার বলেছিলে ভালোবাসি
যদিও মিথ্যে ভালোবাসা, তবুও
আজ আমার কাছে অতি মূল্যবান
হৃদয়ের গহীনে জীবন্ত আকারে প্রস্ফুটিত
তোমার ছুড়ে দেয়া ওই অগ্নিবাণ
যতদিন বেঁচে থাকব হয়তো এভাবেই
শুনতে হবে রুদ্ধ বক্ষের বীভৎস এই আর্তনাদ
তবুও নির্মল পবিত্রতায় বলব 'ভালোবাসি'
বলব মৃত্যুর মত নিঃসাড় নিশ্চল জীবনে
তোমার প্রেম আজো দোলে এই শুন্য চিত্তে।
__মৃত্তিকা