আজ নস্সিকা খুঁজে পায়না
তোমার শরীরের স্নিগ্ধ ঘ্রান,
এসেছিলে ভরা যৌবনে তুমি
আমাতে লোটাতে তোমার প্রাণ।
সকাল, বিকাল কিংবা গুধলি সন্ধ্যার,
আবছা আলোয় কত যে তোমার, আমার।
ছিল খুনসটি অথবা হিংস্রতার আলোড়ন,
রাতের আল্পনায় সাজানো কল্পনায় কেটে যেত ভোর।
আজ আমি অপরাধী বিচূর্নিত আমাতে,
আর হতাশায় জাল ব্যর্থ চোখে বুনি।
খুব বেশি ছিল যে সেই আয়োজন,
গল্পেরাও হার মানে কান পেতে হাহাকার শুনি।
মনের রাজ্যে নেই করাঘাত,
সজীবতায় খুঁজে নেই নুতন সুপ্রভাত।