'বৃষ্টি তো না যেন
পুরাতন গালফ্রেন্ডের আশির্বাদ।'

সকাল ৯.৪০ তারাহুড়ো করে বের হয়েছি অফিসের উদ্দ্যেশে। বাসা থেকে হাফ কি: মি: আসার পর অনুবভ করলাম পকেটে মানিবাগ নাই। এদিকে গুরি গুরি বৃষ্টি হচ্ছে অনেক টা 'একে তো নাচুনে বুড়ি তার ওপর ডুলের বাড়ি।' এই ভুল টা আমার ক্ষেত্রে নতুন না তবে আজ নিজেকে শাস্তি দেওয়ার জন্য বৃষ্টির সাথে হেটে যাব বলে পা বাড়ালাম। কিছু দূর আসার পর সহসায় পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম তবে মিষ্টি সুর 'এই সজীব"। ফিরে তাকাতেই চুখ কপালে উঠলো।
-তুমি এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছো ?
- অফিসে যাব ।
- রিক্সায় উঠ ।
- তুমি যাও আমি সামনে গিয়ে উঠব ।
- বলছিনা রিক্সায় উঠ (রাগত স্বরে)। আজকে মানিবাগ সাথে আনতে ভুলে গেছ।
- হুমম (বোকার মত জানতে ইচ্ছা করেনি তুমি কিভাবে বুঝলে)।
- বাসা তো কাছেই ছিল। গিয়ে আসলে ই পরতে ।
- হুমম, ইচ্ছা করছিল না ।
- কেন?
- জানতাম তোমার দেখা পাব। যদিও বৃষ্টি তে হাটতে খারাপ লাগছিল না ।
-
-
- আমি তো সামনে নেমে যাব, তুমি এই রিক্সায় করে অফিস যাবা কিন্তু।
- আচ্ছা (মনে মনে ভাবছিলাম আমি তো এখন তোমার BF না আমাকে আগের মত শাসন করছ কেন )
- এই মামা থামান। রিক্সা ভাড়া মিটিয়ে শেখ মুজিবের ছবি সাটানো একটা নোট ধরিয়ে দিয়ে বললো এটা রাখো।
- আমি চেয়ে চেয়ে তার শাসন, শোষণ, মমতা আর ভালবাসা টুকো উপভোগ করলাম।
মনে মনে বললাম ভালবাসার পরিসমাপ্তি কখনোই ঘটে না।

'জয় হোক পুরনো প্রেয়সীদের'


May 11 at 11:37am