তুমি যে কেড়ে নিলে সব রং,
অথচ আকাশে বৃষ্টির রঙধনু বাঁধল পথ।
একটা নীল পাখি উড়ে এসে বলে—
সে আমার সাথে যাবে, পাছে হারাই দিশা!
কিছু বৃষ্টি মুছে দিলো পথের ধূলি,
কিছু মেঘে ঢেকে দিলো রোদ, কিছু আশা।
তুমি যে কেড়ে নিলে সব শব্দ,
অথচ বাতাসে বেজে উঠল নদীর গান।
একটা ছোট্ট বাঁশি বলে—
সে আমার সাথে বাজবে, পাছে হারাই সুর!
কিছু সুরেলা ঝর্ণা ঢেলে দিলো রাগ,
কিছু ফুল দিলো সুবাস, কিছু ব্যথা।
তুমি যে কেড়ে নিলে সব গ্রীষ্ম,
অথচ বসন্ত এসে দিলো পুষ্পের মালা।
একটা মৌমাছি বলে—
সে আমার সাথে যাবে, পাছে ভুলে যাই ফুল!
কিছু পলাশ ভরে দিলো রঙ,
কিছু বসন্ত দিলো ছোঁয়া, কিছু স্বপ্ন।
তুমি যে কেড়ে নিলে সব আশা,
অথচ ভোরের সূর্য উঠল নতুন আলোয়।
একটা দোয়েল বলে—
সে আমার সাথে গাইবে, পাছে ভুলে যাই গান!
কিছু তারা মিটমিট করে দিয়ে গেলো পথ,
কিছু রাত দিলো স্বপন, কিছু অভিমান।
তুমি যে কেড়ে নিলে সব সুখ,
অথচ জীবন দিলো আরো ভালোবাসা।
একটা কুমারী ফুল বলে—
সে আমার সাথে হাসবে, পাছে হারাই প্রণয়!
কিছু রাত দিলো স্বপ্ন, কিছু সকাল।
কিছু নিঃশ্বাস দিলো প্রাণ, কিছু ভালোবাসা।