পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত আঙান
মৃদুমন্দা বইছে বাতাস ঝিঁঝি গাইছে গান
হাসনাহেনার সুবাস সেথায় জোনাক তারি সংগে
সাক্ষী আজ একলা আমি জ্যোৎস্না মাঠের রংগে।
চঞ্চল হল কেন এই মন অকারণ
মানতে চায় না কেন আজ কোন বারণ
উদাস মনে কোন সে দোলা বানায় আমায় ভাবুক
চোখ বুজলেই ভাসে কেন নিষ্পাপ ঐ মুখ?
এমনি দিনে যেন তারে বলা যায়
জোৎস্না ভেজা এই মধুর ক্ষনায়!
এই লগনে পাই যদি তোমায়-
শুধুই একান্তে আমার
বিভোর তন্দ্রাঘেরা পার্থিব এই ক্ষণে
তোমার পরিপাটি দেহ
এলোমেলো করে দেব
অপার্থিব চুম্বনে চুম্বনে।
তোমার অধর হবে না ধর্ষিত
হবে কেবল নন্দিত।
পান করব দুজনে ভালবাসার সুধা
মিটবে তোমার আমার অব্যক্ত প্রেম ক্ষুধা!
লুফে নেব তুমি আমি
অনাবিল সেই সুখ
উড়িয়ে দেব খোলা হাওয়ায়
মনের সকল দুখ
তোমার আমার নিষিদ্ধ প্রেম হবে অপরাজেয়
অমর রবে এই প্রেম শুধু জেনে নিও।
---sajibism@gmail.com ---