চোখে নেই মার
উছল চাহনী
নিথর চোখ
আজও মা দুখিনী,
নিশ্বাসে আজ
ঝরছে যেন ক্রোধ
বুঝেছি আজ আজ
মা চায়ছে প্রতিশোধ!
আমার শরীরের রক্তক্ণা
গর্জে ওঠে আজ-
সমাজটাকে বদলে দেব
এই দৃঢ়প্রয়াস।
ঘুমিয়ে আছিস কেন মায়ের
সূর্যসন্তানেরা?
জেগে ওঠ বাজা এবার
ইশ্রাফিলের শিঙা।
মায়ের আদেশ পালন করার
সময় এল আজ
গড়ব এবার সোনার বাংলা
নে রণসাজ!!
ঘুমগানে নেই
সুরের সমারোহ-
বিলাপে মায়ের
শুধুই বিদ্রোহ,
আঁচল তলে নেই
শীতল পরশ-
ঝরছে কেবল
বহ্নি-বরষ।
হাসিতে মার ঝরছে
শুধুই বিষ,
উন্মাদনার বুলি
শুনছি অহর্ণিশ।
নিনাদে শুধুই
একটাই ক্রোধ
বুঝেছি আজ মা
চাইছে প্রতিশোধ!!