তোমার খবর ভালো আর
আমার খবর খারাপ
এমনে হয়?
হয় না। কোনোদিন।
দুজন একসাথে এক পথে এক হাসিতে থাকতে চেয়েছিলাম ছোটবেলায়
সেটা হয় নি কিন্তু এই যে খবর খারাপের খবর বয়ে নিয়ে বেড়াই
এটা মানা যায়? কেউ মেনে নেবে?
দুকুল ভাঙা ঝড়ে
ফিরে আয় আয় করে তো হবে না
একা থাকা একা লাগা
বুকের বাঁপাশের ব্যাঙের লাফালাফি থেমে যেতে চায় দেখলেই। এখনও
কদ্দিন বাঁচে মানুষ
অনেকদিন। এক দিন করে গুনলে। এত দিনের কষ্টপাহাড় চড়া যায়?
হায়
মরি হায়
প্রেমের খবর খারাপ হওয়ায় প্রেমেরই মান যায়।