মন ভালো নেই
মন ভালো নেই
তাকিয়ে আছে শূণ্য চোখে
আমাদের মা বাবা নেই
আমাদের শূণ্য শূণ্য চোখ
ধর্ষণে কাতরায় বোনেরা
ভায়েরা আমার দাঁড়ায় কোথায়
লজ্জাও চোখে ধরে না
কিসের টানে কিসের মায়ায় এ জীবন সাতরায়
কিসের ছোঁয়ায় কোন বানে মানুষ বদলায়
শূণ্য চোখ
শূণ্য থাক
ভিন্ন হোক
পাল্টে যাক
শোধে
শোধে
শোধে
বাবাই তো মরে পড়ে থাকে প্রতিবাদ পরে