একে একে এক করে
হেরে যাবে সব
মনে মনে মনকলা
খেয়েছি নিরব
শুয়োরের বাচ্চারা ক্ষমতার শিখরেতে
আমি তুমি বোকাচোদা বাজারে আগুন ঝরে
ফেসবুকে বিপ্লব
কাড়ি কাড়ি ফলোয়ার
শ্রমিকের বেতনে বেঁচে থাকা জানোয়ার
ইস্যু এনে ওয়ালে
সারাদিন বক বক
প্রতিটি সিনেমাতে হার্টফেলে আনোয়ার
মনে আছে?
মনে তো থাকার কথা
প্রতিবারই ফিরে ফিরে
একই তো গীত দাও
গ্রীষ্মে বা শীতে
তোমার এই ঈদটাও ভালভাবে কেটে যাবে
শ্রমিকের কি কপাল
আলু আর ভাতে
এতেই তো মনখুশি যদি সেটা জোটে।