দলা পাকিয়ে যায়
শব্দেরা হাপায়
ছুটতে চায় পারে না
রাত জাগার সাক্ষী হয়
আজও

তুই আমি
আমি তুমি এই যে আলাদা আলাদা জগৎ
এটাই সত্যি?
কিন্তু যদি মুহুর্তের জন্যও চাই সেটাই সত্যি
মনের ভুলে একবার যদি চাই সেটা?
কতদূর গেলে দূর হয়ে যায় বল?
কতদূর
কতকাল গেলে পুরাতন
আমি সম্ভাবনা পুশে যাবো তুই আগের হয়েই ফিরিস
ইচ্ছে পুশে করিস না বারণ।