পরিবর্তন এসে যায়
হেঁটে হেঁটে
অন্ধকাল যায় সকাল আসে
বন্ধ্যাকাল যায় না
মানুষ হয়ে ওঠে না ভারহীন ফানুশ
লোভ আর মিথ্যায় গেঁজে যেতে যেতে টের পায় না
ধাক্কা দিয়ে যেতে থাকে সত্যযাপনকে
আজকাল একা দোকা কোনোটাই ভাল্লাগে না
আজকাল শহর গ্রাম কোনোটাই ভাল্লাগে না
আজকাল পালিয়ে যাওয়া বেড়েছে
পালাই পালাই পালাই
মানুষ সভ্যতা চোর বাটপার ঈশ্বর সব মিথ মিথ্যে থেকে
কালো গেলে ভাল আসবে ভেবে যারা পরিবর্তন চেয়ে নিজেরাই পরিবর্তিত অবশেষে তাদের সভা সেমিনার যখন হচ্ছে তখন আমি ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখি। তুমি ঠিকঠাক ফিরে এসেছো। কিন্তু ঘুম ভেঙে গেলে দেখি আসোনি। আকাল আরো বেড়েছে। সময়ের সাধন অসময়ে করেছি বলেই লালনও আখড়ায় ডাকেনি।
তাই ভাঙা মাজারের শুড়কি হয়ে পড়ে থাকি। ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে জল। চোখের। অদল বদলও হয়। জল থেকে চোখও খসে পড়ে পাতায় পাতায়। পরিবর্তনে।