মেঘ জমেছে আকাশে
বৃষ্টি হবে হবে করছে
ভিজবো!
না থাক। ঠান্ডা জ্বর?
না তুই নেই তাই
একলা ভিজতে জমবে না।