কনফিডেন্স জিতিয়ে দিচ্ছে। প্রতি মুহুর্তে। অন্যেরা হেরে যাচ্ছে পটাপট। আলগা কনফিডেন্সের ঠ্যালা নাই তাই।

শুরুর দিকে জোর করে আনতে হত। এখন হাবভাব, নড়া চড়াতেই প্রকাশ পায় কাড়ি কাড়ি কনফিডেন্স।
সেদিন একজন বললো, কি করছিস? উত্তর দিলো কনফিডেন্স। ওরা একটা প্রজেক্টে নামের বানানটা ভুল করছে। তাই ছেড়ে দিলাম।
এটাই ইতিহাস হয়ে গেল।
এখন নামের বানান ভুল করার কারণে যা তা করছে সবাই। ডিভোর্স দিয়ে দিচ্ছে। যুদ্ধ বাধিয়ে দিচ্ছে। কিন্তু জিততে পারছে না। কারণ কনফিডেন্স নেই।