বিচ্ছেদী গান
চিড়ে দেয় প্রাণ
গড়ে তোলে ব্রত
হয়ে উদ্ধত, শানিত মহাপ্রাণ

সময়ের ক্ষত
মহিনের গান
ফিরে ফিরে আসে
দোলা দিয়ে যায়
বেচাকেনা হলে বাড়ি ফিরে যায়
বিচ্ছেদী গান গলা চিড়ে গায়

আসিবো ফিরিয়া পিছনে ফিরিয়া
তোমাদের ওই ললাটে হাসিয়া
করিবো তোমাগে মহাত্রাণ
বন্যায় ডোবে মোর বাড়ি ঘর
এমপির শালা মোর নাকি পর
ছটাকে মেলে না সরকারি ত্রাণ

বিচ্ছেদী সুর
সংগ্রামী ধুর
বাপের পয়সা উড়িয়ে হয়
এক বলে সে তো উইকেট ফেলে
ব্যাটে গেলেই চার ছয়!

( রাত জেগে ঘুম না এলে কবিতা লিখবেন। তালগাছ তাহলে আপনারই থাকবে)