ফেলে এসে অনেক কালের পথ
হামাগুড়ি দিয়ে চলা আবার
ভুলেছি বড় হবার শপথ
শিশু থাক মিথ্যে মন আমার
জুড়ে যায় অবাক অবাক চোখ
ঠাওরাই নতুন বন্ধু হোক
ঝিনুই ভরা দুধই কপালে থাক
শিশুকাল ফিরেই আসুক আবার
বড়কাল ভাল্লাগে না যে বড়
সবই যে ভন্ড ভন্ড ঠিক
ভুল হয় চোখের পলকেই
সেগুলোর শেকল দিকবিদিক
উড়তে তো সবার ভাল লাগে
উড়তেই জন্ম হয় তো পাখির
মানুষের বেড়াজালের ফাঁদে
বন্দী মুক্ত কিচিরমিচির
আমি ভাই শৈশব ফিরে চাই
আমি বোন শৈশব ফিরে চাই
আমি মা শৈশব ফিরে চাই
ও বাবা শৈশব বাজারে নাই?