আজকাল বড় ভুল হয়ে যায়। পেছন ফিরি। ভুলের মাশুল দেবো দেবো করে দিই না। এগোই পিছাই। ধরফর করে উঠে বসি।

আজকাল নিজেকে দোষা অনেকটাই কমে গেছে। নিজেই নিজেকে বারংবার দুষলে এগোনো কম পিছানোই বেশি থেকে যায়। অতীতে আর কদ্দিন বাঁচা যায়। বর্তমান ফাপড়ে পড়ে যায়। আকুপাকু করে।

আজকাল ভুলের মাশুল দেই। নিজেকে শুধরাই। এগোনোর কথাই ভাবি। বয়েস বয়েস খেলা আর কত। ওটা বাড়েই। শেষ বেলায় কত মানুষই বছর বছর শুয়ে বসেই কাটায় অসুস্থ হয়ে। কিন্তু এ বেলায় তাড়াহুড়ার শেষ থাকে না।

আজকাল বয়ে চলাটাই জীবন মনে হয়। হাচড়পাচড়  ইদুর দৌড়কে ছেলেমানুষীই লাগে। সবই হবে সবই হয়। তাড়াহুড়ো করলে দেরি হয়ে যায়।

এই আরকি!