আজ রাতের বুলেটিন
আজ রাতে খুন হোয়োনা কেউ
আজ রাতে যা ইচ্ছা করো
আজ রাতে আসুক যত ঢেউ
আজ রাতে নিজেকে সামলে চলো।
আজ রাতে রাতপ্রহরী ঘুম
আজ রাতে সাইরেন হোলো ব্যান
আজ রাতে হচ্ছে না কেউ গুম
আজ রাতে উপভোগ।তত্ত্ব।জ্ঞান
আজ রাতে যদি কিছু না হয়
কাল তবে ঘটিও হুলুস্থুল
আজ রাত আমি করিনা ভয়
স্কার্ফ ঢাকা তনুর চুল!
২রা এপ্রিল ২০১৬