আদিবাসী শরীরে সুখ নেই
পাড়ায় আগুন দিয়ে পাহাড় দখল করে
স্ট্যাম্পে পতাকা বেঁধে করে ফেলা বাড়াবাড়ি
হাড়ির খবর সব উঠে আসে খবরে

রক্তের রাজনীতি শুধরায় না তোর
আধার ক্রমে ক্রমে আরো কালো হয় তোর
রাস্তায় নেমে আসা প্রাণে নেই ভয়ডোর
একথা জপে গেলে আশায় বাঁচে ভোর

শুণ্য গোয়াল আরো শুণ্যই হয়ে যাবে
রক্তের দাগ শুকায় না কোনো মতে
শুয়োরছানার দাঁত চকচকে চকচকে
মানচিত্র বেঁফাস চিবিয়ে খাবে

করে করে ভুলভাল স্বাধীনের গীত গাবি
করে করে ভুলভাল স্বাধীনের গীত গাবি
আর কথায় কথায় দেশের মায়রে চুদে যাবি
পারবি?