কখনো মেঘ কখনো নদী
কখনো নীলাকাশ,
কখনো তুমি বসন্ত দিনের
ঝরে পড়া পলাশ।

কখনো ফুল কখনো শিমুল
কখনো মাতাল হাওয়া,
কখনো নীল কখনো সুনীল
হৃদয়ের সবটা চাওয়া।