নিখোঁজ বিজ্ঞপ্তির শহর জুড়ে
মানুষ খুঁজে চোখের ভেতর আয়না
অবশেষে চলে যাওয়ার মতো
অবশেষে ফিরে আসা যায়না?