তোমার চলে যাবার জন্য
বিস্তীর্ণ একটা পথ করে রেখেছি বুকের মধ্যে
যখন ইচ্ছে যেতে পারো,
শিকল বন্দি পাখির মতো ডানা ঝাঁপটে মরতে হবে না তোমার।
তুমি মুক্ত, তুমি স্বাধীন, আকাশের মতো স্বাধীন।
পাঁজর ভেঙে তোমার জন্য দুইটা ডানা বেঁধে রেখেছি
যখন ইচ্ছে হয় উড়তে পারো,
যেতে পারো দূর থেকে দূরের কোন লোকালয়ে।
যেখানে প্রেম নেই, মায়া নেই।
কেউ তোমাকে বন্দি করতে চাইবে না বুকের খাঁচায়।