কখনো মেঘ কখনো রোদ কখনো বা বৃষ্টি,
জীবন যেন এমনি হয় ধংস আবার সৃষ্টি।
কেউবা থাকে জীবন নদীর অতল গর্ভে পড়ে,
কেউবা আবার জীবন সাজায় রোদ বৃষ্টি ঝড়ে।
কেউবা ছুটে পেটের দায়ে কেউবা টাকার পিছু,
বিদায় কালে রিক্ত হস্ত সাথে রয় না কিছু।
ছুটছে যারা আপন বেগে জীবন খেয়ায় চরে,
আপন খেয়ার মাঝি হয়ে চলছে জনম ধরে।
এ জীবন কি? ক্ষণিকের নয়! বৃক্ষ পাতার মতো
চিতার দহে ক্ষয় হবেই তো আগলে রাখো যতো।
মানব সবে জাগো তবে, সার্থক কি আর এমনি হবে!