ইচ্ছে ছিলো
সজীব আহমেদ

ইচ্ছে ছিলো রবি হয়ে তোমায় দেবো আলো,
চাঁদের পাশে তাঁরা হয়ে একটু ভাসবো ভালো।
দক্ষিণের ওই পবন হয়ে মিশবো তোমার গায়ে,
মেঘলা দিনে মেঘলা ক্ষণে তোমায় দিবো ছুঁয়ে।
ইচ্ছে ছিলো আকাশ হয়ে থাকবো তোমার পাশে,
ইচ্ছে গুলো পালক ভাঙ্গা মেঘের ভেলায় ভাসে।
ইচ্ছে ছিলো তোমার পথে হাঁটবো একি সাথে,
তাঁরা হবো সাঁঝের বেলায় চাঁদনী হবো রাতে।
ইচ্ছে ছিলো নদী হবো তোমার নীড়ের তটে,
তোমার শাড়ীর আঁচল হবো হয়নি তাহা বটে।
ইচ্ছে ছিলো রাজা হবো তোমায় করে রানি,
ইচ্ছে কভু হয়না পূরণ চিরসত্য বাণী।
ইচ্ছে ছিলো সঙ্গে নেবো তোমার মুচকি হাসি,
ইচ্ছে ছিলো হাজার বছর তোমায় ভালোবাসি।
ইচ্ছে ছিলো ঘুড়ি হবো তোমার আকাশে,
ডানা মেলে উড়বো হেসে মৃদু বাতাসে।
ইচ্ছে গুলো ইচ্ছে রবে তোমায় হারালে,
ইচ্ছে গুলো রয়ে গেলো ইচ্ছের আড়ালে।
ইচ্ছে গুলো ইচ্ছে হয়ে ইচ্ছে রয়ে গেলো,
ইচ্ছে গুলো ইচ্ছে থাকুক তুমি থেকো ভালো।