এই পাশ দিয়ে লঞ্চ আসে
ভরে জনে জনে,
ঐ পাশ দিয়ে স্টিমার ভাসে
দিনের প্রতি ক্ষণে।

এই পাড় ভাসে জোয়ার এলে
ঢেউয়ে ভাঙ্গে ঐ পাড়,
মোহনগঞ্জের গাগলাজুরে
ধনু নদী নাম তার।

সারি সারি নৌকা বাঁধা
ধনু নদীর পাড়ে,
মাঝি আসে নৌকা নিয়ে
মাছের তলা ভরে।

ভাটার টানে চলছে সেতো
বহু দূরের পানে,
সবুজ ঘেরা শান্তির ছায়া
দোলা দেয় যে মনে।

কত লোকে শুধাই মোরে
কোথা থেকে এলে,
বলি হেসে জন্ম আমার
ধনু নদীর কূলে।