সেদিন খুব আফসোস করে বলেছিলি-
আমি কেন বায়ান্নতে জন্মাইনি?
আমি কেন ছেষট্টিতে জন্মাইনি?
বক্ষে প্রণয়ের দ্রোহে; বলেছিলি-
আমি কেন উনসত্তর, একাত্তরের জন্মাইনি?
ওখানে জমাট বেঁধেছে, অধিকারের নামে লুণ্ঠন।
বেনজির'রা দেশ ছেড়েছে,
আবরার ফাহাদের চোখে ঘুম নেই।
নুর হোসেনের বুকে-পিঠে ক্ষতের দাগ।
উৎপীড়িতের কল্লোলে বিপৎসংকুল
পথে প্রান্তরের ছাত্র, কৃষক, মজুদ।
আরেকটা বায়ান্ন ফিরে এসেছে
আরেকটা উনসত্তর, একাত্তর ফিরে এসেছে
চল মিছিলে যাই!