কাঙ্গালিরে করিয়া কাঙ্গাল,
অধিপতিরা দিয়েছে মুন্ডে তাজ,
দহনের লেলিহান শিখায় মোরা
বদলে দাও এই সমাজ।
পথে প্রান্তরে ভবঘুরে সব
টুকাইয়েরা দল বেঁধে,
অবহেলিত কৃষক-শ্রমিক
ছুটেছে লাঙ্গল কাঁধে।
পিঠের চামড়া খুলিয়া মোদের
গড়েছি চলার পথ,
সে পথে আজ চলে না অসি
কেমনে চলিবে রথ।