আজও কি তুমি এমন ধারণা পুইষা আছো
যা ভাইবাছিলা এক যুগ আগে।
এখনো কি তোমার মনে হয়
আমার সব কিছুই ছিল ভুল।
এই যে আমি এখনো
কল্পনায় বিভোর থাকি,
বুকের ভেতর তোমারে পুইষা রাখি;
সব কি তোমার ধোঁয়া মনে হয়!
মনে হয় কি? কুয়াশা;
ফাল্গুনের কাছে হেরে যাওয়া কণকণে শীত।
আমার লাশের মতো নিরবতা
তোমার মনে কি একটু আছড় দেয়।
আমার ভাইঙা যাওয়া মধ্য রাতের ঘুম
ঘনমেঘে ঢাইকা যাওয়া গোধুলি বিকাল
তোমারে কতটুকু পুড়ায়।
খুব তো কইছিলা;
আমারে ভিষণ মনে পড়বো তোমার!
একযুগ পাড় হইয়া গেছে
তুমি এখনো আসমানে লুকাইয়া আছো।