আমি এক লেখক,
খুব দরিদ্র লেখক
আমি এক পাগল লেখক
নিজের দু:খ লিখিতে লিখিতে যেন,
হয়রান হই।
তবুও কেন ভাই,
আমার লেখার কোন মূল্য নাই!
যখন আমি দরিদ্র লেখক লিখি,
মনে হয় যেন,
বাঙ্গালীর বীর সন্তান ডেকে,
ওহে, বাংলার মানুষের কথা লিখ।
যখন প্রকৃৃতির মাঝে বসে রচন করি
মনে হয় যেন, প্রকৃৃতি বলছে ডেকে
প্রকৃৃতির অফুরন্ত সুন্দর্যের কথা লিখ।
যখন এ লেখক লিখে
মনে হয় যেন শব্দের জ্বালে জ্বালে
প্রকৃৃতির শব্দের সুরে সুরে বীর সন্তানের কথা লিখি।
যদি আর লিখিতে পারিতাম নিজের কথা!
লিখব আর কি?
একজন দরিদ্র লেখক স্রষ্টা বিনে পাশে নাই কেহ
তবুও যেন, দরিদ্র বীর সন্তানের মতো লিখি
আমি একজন লেখক;
আমার দু:খ আর কে জানে ভাই!!!